কমদামে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাসহ শক্তিশালী প্রসেসরের ফোন এনেছে মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। জনপ্রিয় জি সিরিজের ফোনটির মডেল মটো জি৭২। ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার টাকা।

মোটো জি৭২ ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চি পিওলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফুল এইচডি প্লাস ফোনটির ডিসপ্লে রেজুলেশন ২৪০০ বাই ১০৮০ পিক্সেল। ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা রয়েছে।

পারফরম্যান্সের জন্য মটোরোলার নতুন ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। ৬ জিবি র‌্যামের ফোনে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। এতে আছে অপারেটিং সিস্টেম গুগলের অ্যান্ড্রয়েড ১২ বেসড মাই ইউএক্স কাস্টম স্কিন। মটোরোলার পক্ষ থেকে জানানো হয়েছে, ফোনটি অ্যান্ড্রয়েড আপডেট ও তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।

মটোরোলার নতুন ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

৫,০০০ এমএএইচ ব্যাটারির এই ফোনে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এতে ডলবি অ্যাটমস সাপোর্টসহ ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। ফোনটির কানেক্টিভিটিতে রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট এবং ৩.৫মিমি হেডফোন জ্যাক।

The post কমদামে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments