সবচেয়ে কমদামে ফাইভজি ফোন!

বাজারে এলো বিশ্বের সবচেয়ে কমদামের ফাইভজি ফোন। লাভা ব্লেজ ফাইভজি ফোনটি সোমবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে ভারতীয় সংস্থা লাভা। এর আগে এত কমদামে ফাইভজি ফোন বাজারে আনেনি কোনো প্রতিষ্ঠান। ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৯৯ রূপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা।

লাভা ব্লেজ ফাইভজি ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল। ২কে ভিডিও রেকর্ড করা যাবে ফোনটিতে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। ৪ জিবি র‌্যামের ফোনটিতে থাকছে ১২৮ জিবি স্টোরেজ। অতিরিক্ত ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম যুক্ত থাকছে ফোনে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

লাভার ফাইভজি ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।

ফোনে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি রয়েছে ফেস আনলক ফিচার। ৫০০০ এমএএইচ ব্যাটারির ফোনে ২৫ ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে।

ফোনটিতে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।

The post সবচেয়ে কমদামে ফাইভজি ফোন! appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments