নকিয়ার ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

নকিয়ার স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। প্রতিষ্ঠানটি তাদের একাধিক পুরোনো ফোনে গুগলের সর্বশেষ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৩ -এর আপডেট নিয়ে আসছে।

এ তালিকায় আছে নকিয়ার আটটি ডিভাইস। এগুলো হচ্ছে- নকিয়া এক্সআর২০ ফাইভজি, জি৫০ ফাইভজি, জি১১ প্লাস, এক্স২০ ফাইভজি, এক্স১০ ফাইভজি, এক্স ৩০ ফাইভজি এবং জি৬০ ফাইভজি। এই ডিভাইসগুলো অ্যান্ড্রয়েড ১২ চালিত।

প্রতি বছরই অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন রিলিজ় করে থাকে গুগল। এরই ধারাবাহিকতায় চলতি বছরের মাঝামাঝিতে অ্যান্ড্রয়েড ১৩ নিয়ে হাজির হয় গুগল।

অ্যান্ড্রয়েড ১২ থেকে ১৩ অনেকটাই আপডেট এতে থাকছে, ফটো ফিচার, ওয়াই ফাইয়ের নতুন সুবিধা, কাস্টম কুইক সেটিংস, আপডেট থিম ইঞ্জিন এবং প্রি-অ্যাপ ল্যাঙ্গুয়েজসহ একাধিক নতুন সুবিধা।

The post নকিয়ার ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments