পোট্রেট লেন্সে বিশ্বের প্রথম স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে টেকনো। ডিএসএলআর ক্যামেরার মতো মডিউল থেকে লেন্স বেরিয়ে আসবে এই ফোন থেকে। ট্রু প্রিমিয়াম ফ্ল্যাগশিপের এই ফোনের মডেল টেকনো ফ্যান্টম এক্স ২ প্রো।
টেকনোর নতুন এই ফোন অভিনব ডিজাইনে তৈরি। ফোনের পেছনের দিকের মাঝখানে একটি বড় ক্যামেরা আইল্যান্ড রয়েছে। ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৮ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ফোনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সেলফি ক্যামেরার জন্য রয়েছে কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট। ডিসপ্লে সুরক্ষায় থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস।
এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট। যা ভেপার চেম্বার কুলিং সিস্টেম, এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ সুবিধাযুক্ত। গুগলের অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হাইওএস ১২.০ কাস্টম স্কিনে চালিত এই ফোন।
২.৫এক্স জুম এবং এফ/১.৪৯ অ্যাপারচার লেন্স সাপোর্টসহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ পপ-আপ পোট্রেট ক্যামেরা রয়েছে এই ফোনে। অন্যটি ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএনভি ক্যামেরা এবং ম্যাক্রো ভিশন সাপোর্টসহ একটি ১৩ মেগাপিক্সেল স্যামসাং ৩এল৬ আল্ট্রা-ওয়াইড সেন্সর। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
১২ জিবি র্যামের এই ফোনে রয়েছে ২৫৬ জিবি রম। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫,১৬০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেট।
স্টারডাস্ট গ্রে এবং মুনলাইট সিলভার রঙের এই ফোনের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৬ হাজার টাকা।
The post স্মার্টফোনে ডিএসএলআর ক্যামেরা! appeared first on Techzoom.TV.

0 Comments