সাশ্রয়ী মূল্যে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

হুয়াওয়ের নোভা সিরিজের নতুন ফোন সেপ্টেম্বরের শেষ দিকে বাজারে উন্মোচিত হয়েছিল। যার মডেল হুয়াওয়ে নোভা ১০ এসই। শনিবার থেকে বিশ্বের অন্যান্য বাজারেও পাওয়া যাচ্ছে নতুন এই ফোন। এই ফোনের প্রধান আকর্ষণ ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর।

ফটোগ্রাফির জন্য হুয়াওয়ের নতুন এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

নোভা ১০ এসই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টেট। ২০:৯ এসপেক্ট রেশিও রয়েছে ফোনে। ফাইভজি চালিত এই ফোনে রয়েছে কোয়ালকমের এসএম৭৩২৫ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড ১২ বেসড ম্যাজিক ইউআই কাস্টম স্কিন।

৮ জিবি র‌্যামের ফোনটিতে রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেট। ফোনটির কানেক্টিভিটির মধ্যে রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট।

ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার টাকা।

 

The post সাশ্রয়ী মূল্যে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments