স্যামসাংয়ের নাম শুনলেই প্রথমে মাথায় আসবে তাদের তৈরি মোবাইলের কথা। দক্ষিণ কোরিয়ার স্যামসাংকে বর্তমান বিশ্বের সবাই চেনে মোবাইলের জন্যই। কিন্ত এর বাইরেও তাদের তৈরি অন্যান্য পণ্য বেশ জনপ্রিয়।
মোবাইল ছাড়াও আরও যেসব পণ্য বানায় স্যামসাং সেই তালিকায় রয়েছে- টিভি, ফ্রিজ, ট্যাবলেট, কম্পিউটার, স্মার্টওয়াচ, এসি, ওয়াশিং মেশিন, ডিসপ্লে প্যানেল, মাইক্রোওয়েভ ওভেন ও ক্যামেরা সেন্সরসহ সব ধরনের কনজিউমার ইলেকট্রনিক প্রোডাক্ট। এসব পণ্যের বাজারের বড় অংশ দখল করে রেখেছে স্যামসাং।
এর বাইরে স্যামসাং সামরিক সরঞ্জামও তৈরি করে, যেটা অনেকের অজানা। শিল্প ও প্রতিরক্ষা সরঞ্জামও তৈরি করে স্যামসাং। বিভিন্ন দেশের জন্য ট্যাঙ্ক ও যুদ্ধবিমানের ইঞ্জিন উৎপাদন করে প্রতিষ্ঠানটি। এছাড়াও বিশ্বের বৃহত্তম জাহাজ উৎপাদনকারী কোম্পানি এটি। কার্গো জাহাজ, যাত্রীবাহী জাহাজ ছাড়াও সামরিক জাহাজ তৈরি করে শীর্ষ টেক জায়ান্ট।
চিকিৎসা ক্ষেত্রেও স্যামসাংয়ের রয়েছে রমরমা ব্যবসা। হাসপাতালের জন্য ব্যবহৃত বিভিন্ন যন্ত্র তৈরি করে প্রতিষ্ঠানটি। বাদ যায়নি কেমিক্যাল জগত থেকেও, তৈরি করে প্লাস্টিক, সিন্থেটিক ফাইবার ও বিভিন্ন ওষুধ তৈরির কাঁচামাল। এছাড়াও পলিমার ব্যবসাতেও সুনাম রয়েছে স্যামসাংয়ের। যা রবার, রেসিন ও প্লাস্টিক তৈরিতে সাহায্য করে।
The post শুধু মোবাইল নয়, সামরিক সরঞ্জামও বানায় স্যামসাং appeared first on Techzoom.TV.

0 Comments