নতুন বছরে একের পর এক দুর্দান্ত সব ফিচারের স্মার্টফোন বাজারে আসছে। শাওমির পর এবার নতুন ফোন নিয়ে আসছে ইনফিনিক্স। যার মডেল ইনফিনিক্স নোট ১২আই। আগামী ২৫ জানুয়ারি উন্মোচিত হবে এই ফোন।
জানা গেছে, ইনফিনিক্সের নতুন ফোনে থাকবে মিডিয়াটেকের প্রসেসর। থাকবে ৬.৭ ইঞ্চির ওয়াটার ড্রপ ডিসপ্লে, যাতে ফুল এইচডি প্লাস রেজুলেশন। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে থাকবে ট্রিপল ক্যামেরা। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, অন্যটি এআই লেন্সযুক্ত টেরিটারি সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য থাকছে ৮ মেগাপিক্সেল স্ন্যাপার ক্যামেরা।
৪ জিবি র্যামের এই ফোনে থাকবে ভার্চুয়াল র্যামের সুবিধা। সব মিলিয়ে ৭ জিবি র্যামের সুবিধা মিলবে এই ফোনে। থাকবে ৫ হাজার এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেট। এছাড়া এই মডেলে ব্যবহার করা হয়েছে ১০ স্তরের কুলিং সিস্টেম। দুর্দান্ত এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১২ ওএস। ফোনটির বাজার মূল্য জানা না গেলেও ধারণা করা হচ্ছে ১৫ হাজার টাকার মতোই হবে।
The post কমদামে দুর্দান্ত ফিচারের ফোন আনছে ইনফিনিক্স appeared first on Techzoom.TV.
0 Comments