মটোরোলা তাদের ই-সিরিজের নতুন স্মার্টফোন বাজারে এনেছে। যার মডেল মটো ই১৩। বাজেট রেঞ্জের এই ফোনে রয়েছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে এবং রিয়ার প্যানেলে বর্গাকার ক্যামেরা আইল্যান্ড। থাকছে এআই ক্যামেরা সেন্সর।
মটোরোলার নতুন এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন এইচডি প্লাস। প্রসেসর হিসেবে থাকছে অক্টো-কোর ইউনিসক টাইগার টি৬০৬। যা ১.৬১ গিগাহার্টজ ক্লক স্পিডের আটটি কোর নিয়ে গঠিত।
৪ জিবি র্যামের ডিভাইসটিতে থাকবে ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নেওয়া সম্ভব। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এই ডিভাইস।
এই ফোনের পেছনের ক্যামেরায় রয়েছে দুইটি সেন্সর। ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, অন্যটি এআই সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সমর্থন করে। ফোরজি ফোনে থাকছে ডুয়াল সিম কার্ড সাপোর্টেট।
ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকা।
The post মটোরোলার কমদামি ফোনে এআই ক্যামেরা appeared first on Techzoom.TV.
0 Comments