মেক্সিকোর ক্লাসুরা ক্লাব টুর্নামেন্টে সেমি-অটোমেটেড বা আধা স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হবে। ৫ ডিসেম্বর এক বিবৃতিতে দেশটির ফুটবল ফেডারেশন এ কথা জানায়। খবর ফ্রিমালয়েশিয়াটুডে।
২০২২ সালে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপ ফুটবল আসরে এ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। প্রযুক্তিটি বিশেষ ক্যামেরার মাধ্যমে খেলোয়াড়দের শরীরের বিভিন্ন অংশ অনুসরণ করে এবং থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে তাদের অবস্থান শনাক্তে সহায়তা করে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) রিভিউতে এ প্রযুক্তি কার্যকরী ভূমিকা পালন করে।
মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির ফুটবল ফেডারেশনের রেফারিং বিভাগের কমিশন ডিরেক্টর এনরিত ওসেস বলেন, আমাদের কারিগরি বিভাগ ও লিগা এমএক্সের রেফারিরা অফসাইড লাইনের নতুন এ প্রযুক্তি গ্রহণে ও ব্যবহারে প্রস্তুত।
তিনি আরো বলেন, গত দুই মাসে এ প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে রেফারিরা ৪০০ ঘণ্টার বেশি কাজ করেছে। মাঠের পরিমাপ জানতে তারা সব স্টেডিয়াম ঘুরে এসেছে। তাই এটি নিশ্চিতভাবে বলা যায়, নতুন প্রযুক্তিকে সাদরে গ্রহণ করে নেয়ার জন্য আমরা প্রস্তুত। ১৩ ডিসেম্বর মেক্সিকোয় ক্লাসুরা ক্লাব টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।
The post আধা স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি ব্যবহার করবে মেক্সিকো appeared first on Techzoom.TV.

0 Comments