যেসকল দিক দিয়ে Galaxy Fold 4 হার মানাবে iPhone 14 Pro Max

শিরোনাম দেখে হয়তো আপনি বেশ চমকে উঠতে পারেন এই ভেবে যে একটা এন্ড্রয়েড ডিভাইস কিভাবে একটা আইফোনকে হার মানাবে। তাও এন্ড্রয়েড ডিভাইসটি সেই কম্পানির কোন ফ্ল্যাগশিপ ফোন না। অথচ, আইফোনটি বর্তমান সময়ে সবথেকে উন্নত আইফোন। তবে একটা জিনিস মেনে নিতে হবে যে আইফোন অনেক দিক দিয়ে স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনকে হারাতে পারলেও কিছু জায়গায় আইফোন এখনও ব্যর্থ।

তবে চলুন জেনে নেওয়া যাক Galaxy Fold 4 কী কী দিক দিয়ে আইফোনের সবচাইতে উন্নত ফোনকে হার মানায়। পুরো লেখা পড়লে আপনি নিঃসন্দেহে অবাক হবেন। তবে চলুন, শুরু করা যাক।

  • এই বিষয় কমবেশি আমরা সবাই জানি। গ্যলাক্সি ফোল্ড সিরিজের সকল ফোনই ফোল্ড করা অবস্থায় একটি সাধারণ ফোনের মত ব্যবহার করা যায়, আবার আনফোল্ড করলে একটা ট্যাবের আকার ধারণ করে। এর ফলে আইফোনের চাইতে ফোল্ড ফোর ফোনে মিডিয়া আরও ভালোমত এনজয় করা যায়। আবার গেমিং এর ক্ষেত্রে বড় স্ক্রীন হওয়ায় আরও সুবিধা পাওয়া যায় আইফোনের চাইতে। এবং ইন্টারনেট ব্রাউজিং এর সময় স্যামসাং এর এই ফোনে ফুল ডেস্কটপ সাইট দেখা যায় এবং কম্পিউটারের মত বিভিন্ন ট্যাবের এক্সপেরিয়েন্স পাওয়া যায়। যেখানে আইফোন 14 Pro Max এর ব্রাউজিং এক্সপেরিয়েন্স অন্যান্য যেকোন স্মার্টফোনের মতই করুণ।

 

  • এখনকার কমবেশি সব ফোন ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে। কিন্তু যেসব ফোনে ওয়ারলেস চার্জিং সাপোর্ট আছে সেগুলোর সব কয়টায় রিভার্স ওয়ারলেস চার্জ করা যায় না যেমন আইফোন। কিন্তু গ্যালাক্সি ফোল্ড ফোর ফোন দিয়ে রিভার্স ওয়ারলেস চার্জ করা যায়। এতে আপনি চাইলে এমন যেকোন ডিভাইস চার্জ করতে পারবেন যেটায় ওয়ারলেস চার্জ করা যায় যেমন iPhone 14 Pro Max

 

  • যেহেতু স্যামসাং এর এই ফোন ফোল্ড করা যায়, তাই আপনি চাইলেই কভার স্ক্রীন ব্যবহার করে দুরদান্ত সেলফি নিতে পারবেন কেননা তখন আপনি শক্তিশালী রেয়ার ক্যামেরা সেটাপ ব্যবহার করতে পারবেন। এতে আপনি পাবেন প্রচুর পরিমাণে ডিটেইল এবং গ্রুপ সেলফি নিতে চাইলে আল্ট্রা-ওয়াইড সেন্সর তো আছেই। কিন্তু আইফোনের বেলায় শুধু একটি সেলফি ক্যামেরার ওপরেই নির্ভর করে থাকতে হয় এবং গ্রুপ সেলফি নিতে গেলে ফোল্ড ফোরের মত ভালো কোয়ালিটি বা এক্সপেরিয়েন্স পাবেন না।

 

  • গ্যালাক্সির এই ফোন আপনি চাইলেই আনফোল্ড করে সেই বিশাল স্ক্রীনে একইসাথে দুইটি অ্যাপ ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে স্ক্রীন মাঝ বরাবর ভাগ হয়ে থাকবে। কিন্তু ফোনের ন্যাভিগেশন মেনু বা ডক যাই বলেন না কেন সেইটা ভাগ হবে না। সেটা নিজের যায়গাতেই থাকবে। কিন্তু আইফোনে এমন বড় স্ক্রীন না থাকায় আপনি এই সুবিধা পাবেন না।

 

  • মিডিয়া উপভোগ করার সময় অথবা গেমিং এর সময় মাঝে মাঝেই আমদের হাত বা আঙুল দিয়ে স্পিকার ঢেকে যায়। যে সময় আইফোনেও ফেস করতে হয়। কিন্তু গ্যালাক্সি ফোল্ড ফোর ফোনে আপনাকে এসব চিন্তা করতে হবে না, কেননা এই ফোন আপনি মিডিয়া দেখার সময় বা গেমিং এর সময় সাইড করে ধরে রাখলেও স্পিকার ঢাকা পরবে না।

 

  • এবার কথা বলবো পেন সাপোর্ট নিয়ে। গ্যালক্সির এই ফোনে আপনি চাইলেই S Pen ব্যবহার করতে পারবেন কিন্তু iPhone 14 Pro Max বা অন্য যেকোন আইফোনে আপনি চাইলেও অ্যাপলের পেন্সিল ব্যবহার করতে পারবেন না। যেটা প্রোডাক্টিভিটির ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলে।

 

  • স্যামসাং এর এই ফোন শুধু একটি ফোন বা ট্যাবলেট নয়, আপনি চাইলে একটি সম্পূর্ণ ডেস্কটপের মত ব্যবহার করতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে মনিটরের সাথে সংযোগ দিতে হবে। আর আইফোনকে ডেস্কটপ হিসেবে ব্যবাহার করার কথা তো পরের বিষয়, আপনি খুব বেশি হলে আইপ্যাডকে এক্সট্রা মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন।

পরিশেষে বলা যায় যে, আইফোন বর্তমান সময়ে এশ উন্নত ও শক্তিশালী ফোন হলেও এসকল দিক দিয়ে স্যামসাং এর ফোল্ড ফোনের কাছে হার মেনে যায়। আবার অন্যান্য অনেক দিক দিয়ে আইফোন, স্যামসাং এর এই ফোনের চাইতে উন্নত। তবে সময় থেমে নেই আর প্রযুক্তির অগ্রগতি চলছে দুর্বার গতিতে। লেখাটি সম্পূর্ণ পড়ার জন্য ধন্যবাদ। প্রযুক্তি সংক্রান্ত আরও বিভিন্ন তথ্য ও সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

 

The post যেসকল দিক দিয়ে Galaxy Fold 4 হার মানাবে iPhone 14 Pro Max appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments