দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন দুই ফোন আনছে। ফোন দুইটির মডেল গ্যালাক্সি এ৩৪ ৫জি এবং গ্যালাক্সি এ৫৪ ৫জি।
গ্যালাক্সি এ৩৪ ৫জি মডেলে একটি ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে। চারটি রঙে কেনা যাবে ডিভাইসটি। অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম চালিত এই ফোন পাওয়া যাবে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজে।
এই ফোনে ২৫ ওয়াটের চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে।
ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকছে ফোনটিতে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের মেইন সেন্সরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকতে পারে।
অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে থাকবে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি মডেল।
এই ফোনে এক্সনোস ১২৮০ চিপসেট থাকতে পারে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে। তার সঙ্গে থাকতে পারে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। এলইডি ফ্ল্যাশ থাকতে পারে এই ফোনে।
ফোন দুইটি বাজারে আসলে এর দাম কত হবে সে সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।
The post স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন ২ ফোন আনছে appeared first on Techzoom.TV.

0 Comments