১২০০ টাকায় কেনা যাবে ফেসবুকের ব্লু ব্যাজ

ব্যবহারকারীদের কাছে এবার অর্থের বিনিময়ে ‘ব্লু ব্যাজ’ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এর ফলে ডলার খরচ করে কেনা যাবে ফেসবুক ভেরিফায়েড সেবা। এ জন্য প্রতিমাসে ওয়েব প্ল্যাটফর্মে গুণতে হবে ১১ দশমিক ৯৯ মার্কিন ডলার এবং আইওএস প্ল্যাটফর্মের জন্য খরচ হবে ১৪ দশমিক ৯৯ মার্কিন ডলার।

চলতি সপ্তাহ এ সেবা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জন্য চালু করবে ফেসবুক। তবে বিশ্বের অন্যান্য দেশেও শিগগিরই এ সেবা চালু কথা জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

আজ রোববার ফেসবুকে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ লেখেন, সরকারি সংস্থার দেওয়া পরিচয়পত্র দিয়ে ব্লু ব্যাজ নেওয়া যাবে। এর ফলে ব্যবহারকারীর পরিচয় নকল করে আর কোনো ভুয়া অ্যাকাউন্ট থাকলেও সেই ব্যবহারকারী ফেসবুকে নিজের সঠিক পরিচয়ের অ্যাকাউন্টটি তার জন্য সহায়ক হবে। এ সেবা যারা নেবেন তারা ফেসবুকের গ্রাহক সহায়তা কেন্দ্র থেকে সরাসরি সেবা পাবেন।

এর আগে গেল বছরের শেষ দিকে টুইটার কিনে নেওয়ার পর একইভাবে টুইটারের ভেরিফিকেশন টুলস ‘ব্লু টিক’ বিক্রির ঘোষণা দেন ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফায়েড থাকা বা আইডির নামের পাশে ভেরিফায়েড চিহ্নের উপস্থিতি ব্যবহারকারীদের মাঝে বিশেষ গুরুত্ব পায়।

The post ১২০০ টাকায় কেনা যাবে ফেসবুকের ব্লু ব্যাজ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments