নতুন রুপে আসছে নকিয়া

মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া ৬০ বছরের মধ্যে প্রথমবার তাদের লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসায়িক উন্নতির জন্য সম্পূর্ণ নতুন একটি লোগো উন্মোচন করতে যাচ্ছে তারা। রোববার (২৬ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত জানায় প্রতিষ্ঠানটি।

নতুন লোগো ডিজাইনের ক্ষেত্রে পাঁচটি ভিন্ন আকৃতি ব্যবহার করা হয়েছে, যা দিয়ে নকিয়া শব্দ গঠন করা হয়। ব্যবহারের উপর নির্ভর করে বিভিন্ন রঙ ব্যবহার করতে পুরনো লোগোর নীল রঙ বাদ দেওয়া হয়েছে।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নকিয়ার প্রধান নির্বাহী পেকা লুন্ডমার্ক বলেছেন, ‘আমরা স্মার্টফোনের সঙ্গে ছিলাম এবং বর্তমানে আমরা একটি প্রযুক্তিভিত্তিক ব্যবসায়িক কোম্পানি।’

আগামীকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) বার্সেলোনায় বার্ষিক মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) শুরু হওয়ার আগে তিনি এই তথ্য জানান। ২ মার্চ পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

ধুঁকতে থাকা এই ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটিতে ২০২০ সালে শীর্ষ পদের দায়িত্ব নেন লুন্ডমার্ক। এক্ষেত্রে তিনটি ধাপসহ একটি কৌশল নির্ধারণ করেন। ধাপগুলো হলো— পুনরায় শুরু করা, গতি বাড়ানো এবং পরিসীমা বাড়ানো।

লুন্ডমার্ক জানান, পুনরায় শুরু করার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এখন দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে।

The post নতুন রুপে আসছে নকিয়া appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments