যেকোনো পুরনো টিভিকে অ্যানড্রয়েড টিভি বানানোর জন্য শাওমি আনল মি টিভি স্টিক। চীনের শাওমির এই টিভি স্টিক ব্যবহারে পুরনো টিভিকে ফোরকে টিভিতে রূপান্তর করা যাবে।
শাওমি তাদের টিভি প্রোডাকশনের পাঁচ বছর পূর্তিতে গতকাল মঙ্গলবারই তারা বাজারে এনেছে ফোরকে রেজুলেশনের টিভি স্টিক। একগুচ্ছ নতুন নতুন ফিচারের সঙ্গে বাজারে এসেছে এই টিভি স্টিক।
শাওমি টিভি স্টিক ফোরকে মডেলে মিলবে ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমস সাপোর্ট। যা যে কোনও কম্প্যাটিবল পোর্ট-যুক্ত অ্যানড্রয়েড টিভিকে করে তুলবে সুপার স্মার্ট। যেখান থেকে গ্রাহক পাবেন ৪০ হাজারেরও বেশি সিনেমার অ্যাকসেস। শুধু তাই নয়, গুগল প্লেতে ব্যবহার করতে পারবেন ১০ হাজারেরও বেশি অ্যাপ।
১০৬.৮ মিলিমিটারx২৯.৪ মিলিমিটারের ডায়মেনশনের এই শাওমি টিভি স্টিকে ব্যবহার করা হয়েছে কোয়াডকোর প্রসেসর। যেখানে সাপোর্ট করবে ২ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
নতুন এই ডিভাইসে আরও রয়েছে বিল্ড-ইন-ক্রোমকাস্ট সাপোর্ট। যার মাধ্যমে মোবাইল, ট্যাবলেট বা অন্য কোনও ডিভাইস থেকে যেকোনও কনটেন্ট কাস্ট করতে পারবেন ইউজার।
ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি রয়েছে ডিভাইসটিতেই। সঙ্গে গ্রাহক পাবেন এইচডিএমআই ২.১ সাপোর্ট।
প্যাচওয়ালের লেটেস্ট ভার্সনটি ব্যবহার করা হয়েছে এই স্ট্রিমিং ডিভাইসটিতে। যার মাধ্য়মে ৩০টিরও বেশি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখতে পাবেন দর্শক। পাশাপাশি অন্তত ১০টি ভাষায় রেকমেন্ডেশন দেওয়ার এবিলিটিও রয়েছে ডিভাইসটির। একই সঙ্গে গুগল অ্যাসিসট্যান্ট, নেটফ্লিক্স, হটস্টার এবং প্রাইম ভিডিওর সরাসরি অ্যাকসেস দেওয়া হয়েছে, এর জন্য রিমোটে রয়েছে ডেডিকেডেট বটনও।
টিভি স্টিকটির দাম ভারতে ৪৯৯৯ হাজার রুপি।
The post শাওমি টিভি স্টিক: পুরনো টিভিকে বানান অ্যানড্রয়েড appeared first on Techzoom.TV.
0 Comments