চীনের বাজারে জিটি নিও৫ স্মার্টফোন উন্মোচনের অপেক্ষায় আছে রিয়েলমি। ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এর বাজারজাত শুরু হবে। ডিভাইসটিতে ২৪০ ওয়াটের চার্জিং প্রযুক্তি ছাড়াও প্রথমবারের মতো ইনফ্রারেড (আইআর) ব্লাস্টার যুক্ত করতে যাচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।
সম্প্রতি প্রকাশিত টিজারে ডিভাইসটির পেছনে একাধিক রঙের এলইডি স্ট্রিপ ব্যাক প্যানেল দেখা গেছে। ডিভাইসের কাজের ধরনের পরিপ্রেক্ষিতে এর রঙ পরিবর্তন হবে। রিয়েলমির উইবো হ্যান্ডেল নিশ্চিত করেছে যে জিটি নিও৫ এ আইআর ব্লাস্টার সেন্সর ব্যবহার করা হবে। রিয়েলমির স্মার্টফোনগুলোর মধ্যে এটি প্রথম যেটিতে এ প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। এ সেন্সরটির কারণে স্মার্টফোনকে রিমোট কনট্রোল হিসেবে ব্যবহার করা যায়। এর মধ্যে এসি, টিভি, ফ্যানসহ বিভিন্ন যন্ত্র রয়েছে। চীনের আরেক প্রযুক্তি জায়ান্ট শাওমি এর সব সিরিজেই আইআর ব্লাস্টার ব্যবহার করে আসছে। এ সুবিধার কারণে ব্যবহারকারীদের কাছে শাওমির গ্রহণযোগ্যতা আরো বেড়ে যায়। বর্তমানে রিয়েলমি এ সিদ্ধান্ত নেয়ায় বিশ্লেষকদের ধারণা এর মাধ্যমে ব্যবহারকারীরা আরো বেশি সুবিধা পাবে।
রিয়েলমি জিটি নিও৫ এ অনেক ফিচারই প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সক্ষমতা, আইআর ব্লাস্টার, বিভিন্ন রঙের এলইডি স্ট্রিপ উল্লেখযোগ্য।
The post জিটি নিও৫-এ আইআরব্লাস্টার থাকছে appeared first on Techzoom.TV.

0 Comments