ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করার সময় ফোন চার্জ করেন অনেকেই। তবে চার্জিং পোর্টের ভিন্নতা থাকায় চাইলেও একসঙ্গে ইউএসবি-এ এবং ইউএসবি-সি পোর্ট ব্যবহারের সুযোগ মেলে না। এ সমস্যার সমাধান দেবে কাসা হাব এ০৭ হাব।
কাসা হাব এ০৭ হাবে সাতটি পোর্ট রয়েছে। এর মধ্যে তিনটি ইউএসবি-এ এবং একটি ইউএসবি-সি পোর্ট। বাকি তিনটি পোর্টের দুটিতে মেমোরি কার্ড এবং একটিতে এইচডিএমআই পোর্ট ব্যবহার করা যায়। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ফোন চার্জ করার পাশাপাশি সহজে তথ্যও বিনিময় করা সম্ভব।
আকারে ছোট হাবটি উইন্ডোজে চলা কম্পিউটারের পাশাপাশি ম্যাকবুক এবং আইপ্যাডের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যায়। দাম ৯৭ ডলার বা প্রায় ১০ হাজার টাকা।
The post এই যন্ত্রে চার্জ করা ও মেমোরি কার্ড ব্যবহার করা যায় appeared first on Techzoom.TV.

0 Comments