সাশ্রয়ী মূল্যের বোল্ট সুইং স্মার্টওয়াচ বাজারে এনেছে বোল্ট অডিও। ভারতীয় অডিও সংস্থাটি সাশ্রয়ী মূল্যের অডিও পণ্য সরবরাহ করে অডিও ইন্ডাস্ট্রিতে এরই মধ্যে নিজেদের অবস্থান সুসংহত করেছে ভারতীয় প্রতিষ্ঠানটি। কোম্পানিটির ইয়ারফোন, হেডফোন, ওয়্যারলেস স্পিকার, স্মার্টওয়াচসহ বিভিন্ন পণ্য প্রচলিত রয়েছে। ব্র্যান্ডটি সর্বশেষ বোল্ট সুইং স্মার্টওয়াচ উন্মোচন করেছে। অন্যান্য ওয়্যারেবল এর তুলনায় বড় ডিসপ্লে এ স্মার্টওয়াচের অন্যতম বৈশিষ্ট্য। খবর গিজমোচায়না।
বোল্ট অডিও জানায়, স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৯ ইঞ্চির রঙিন টাচস্ক্রিন প্যানেল ব্যবহার করা হয়েছে। এর উজ্জ্বলতা ১০০০ নিটস পিক পর্যন্ত বাড়ানো যাবে। ব্র্যান্ডটিরা দাবি, এটি বাজারের অন্যান্য স্মার্টওয়াচের তুলনায় সবচেয়ে বড় আকৃতির ডিসপ্লে। এছাড়া এর ব্লুটুথ কলিং সাপোর্ট, ডেডিকেটেড স্পিকার ও মাইক্রোফোন ব্যবহারকারীদের অনন্য অভিজ্ঞতা দেবে।
স্মার্টওয়াচটি হার্ট রেট মনিটরিং, স্লিপ ট্র্যাকিং, রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ এবং মানসিক চাপের স্তর যাচাইয়ের মতো বিভিন্ন আকর্ষণীয় ফিচার সাপোর্ট করছে। এছাড়া এতে ১৫০টির বেশি ডিসপ্লে মোড ও ১০০ এর বেশি স্পোর্টস মোড রয়েছে। ব্র্যান্ডটির দাবি, স্মার্টওয়াচটি একবার সম্পূর্ণ চার্জ করলে সাতদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। স্ট্যান্ডবাই মোডে ২০ দিন পর্যন্ত চার্জ থাকবে। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ২ ঘণ্টা।
সুইং স্মার্টওয়াচটির অতিরিক্ত ফিচারগুলোর মধ্যে রয়েছে ধুলো ও পানিপ্রতিরোধী আইপি৬৭ রেটিং, কিউআর কোড স্ক্যানিং সাপোর্ট, স্টেপ কাউন্টার ও স্বাস্থ্য পর্যবেক্ষণ সিস্টেম। ভারতের বাজারে স্মার্টওয়াচটি ১ হাজার ৭৯৯ রুপিতে কেনা যাবে।
The post বাজারে বোল্ট অডিওর সুইং স্মার্টওয়াচ appeared first on Techzoom.TV.
0 Comments