দেশের বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংক দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে গত বছর ৪০০০ নতুন বেজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) স্থাপন করেছে। এর ফলে আরও বেশি সংখ্যক গ্রাহক বাংলালিংকের দ্রুততম ফোরজি ও উন্নত ডিজিটাল সেবা উপভোগ করতে পারছেন।
বিশেষ এই অর্জন উদযাপনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ও বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অসের উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৪০০০ বিটিএস স্থাপনের পর বাংলালিংকের মোট বিটিএসের সংখ্যা ৪০% বেড়ে ১৪ হাজার ৫০০ তে দাঁড়িয়েছে। এই নেটওয়ার্ক সম্প্রসারণ বাংলালিংকের দেশব্যাপী বিস্তৃত অপারেটরে পরিণত হওয়ার লক্ষ্য পূরণে ভূমিকা রেখেছে। গ্রাহক প্রতি সর্বোচ্চ পরিমাণ স্পেকট্রাম ও অন্যান্য কারিগরি উন্নয়নের ফলে বাংলালিংক দেশের দ্রুততম ফোরজি নেটওয়ার্কের অবস্থানও ধরে রেখেছে।
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘বিটিআরসি সব অপারেটরকে নির্দেশনা দিয়ে থাকে এবং আমি এটিকে শুধু নিয়ন্ত্রক নয়, বরং সহায়তা প্রদানকারী একটি প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন করতে চাই। দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংক যেভাবে দেশের সব প্রান্তের মানুষকে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে, তা দেখে আমি আনন্দিত। এক বছরের মধ্যে এতো বেশি সংখ্যক সাইট নির্মাণ প্রতিফলিত করে যে, বাংলালিংক দ্রুততম ডিজিটাল অপারেটর হিসেবে অগ্রসর হচ্ছে। আমরা আশা করি, তারা এই অগ্রগতির ধারা বজায় রেখে এগিয়ে যাবে ও আগামীতে গ্রাহকদেরকে উন্নত সেবা দেওয়া অব্যাহত রাখবে।”
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘দ্রুত গতিতে বাংলালিংক-এর নেটওয়ার্ক সম্প্রসারণ আমাদের দেশব্যাপী বিস্তৃত অপারেটরে পরিণত হওয়ার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। একটি ডিজিটাল অপারেটর হওয়ার লক্ষ্যে আমরা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে ডিজিটাল সেবার মাধ্যমে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনার চেষ্টা করছি। আমাদের উদ্যোগগুলোকে এগিয়ে নিতে সহযোগিতা করা জন্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ।’
The post বাংলালিংক দেশজুড়ে ৪ হাজার টাওয়ার স্থাপন করেছে appeared first on Techzoom.TV.

0 Comments