বাজারে এসেছে টেকনো স্পার্ক ১০ প্রো মডেলের ফোন। এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। টেকনো স্পার্ক ১০ প্রো ফোনের প্রথম ভেরিয়েন্ট ৬ ও ৮ জিবি র্যাম ভার্সনে পাওয়া যাবে। স্টোরেজ ১২৮ জিবি।
এই ফোন চলবে অ্যানড্রয়েড ১২ বেসড হাইওএস ১২.৬ অপারেটিং সিস্টেমে। ডিভাইসটিতে রয়েছে এই ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি স্ক্রিন। যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ ৮ জিবি। তার সঙ্গে রয়েছে ৮ জিবি ভার্চুয়াল র্যাম।
ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর। এই ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
The post কম দামে বড় ডিসপ্লের স্মার্টফোন appeared first on Techzoom.TV.
0 Comments