বাজারে নতুন গ্রাফিকস কার্ড ও মাদারবোর্ড

গিগাবাইট ব্র্যান্ডের জিফোর্স আরটিএক্স ৪০৭০ টিআই সিরিজের গ্রাফিকস কার্ড এবং বি৭৬০ সিরিজের মাদারবোর্ড দেশের বাজারে এনেছে কম্পিউটার ও প্রযুক্তিপণ্যের বিক্রেতা প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকার একটি হোটেলে মাদারবোর্ড ও গ্রাফিকস কার্ডগুলো উন্মোচন করা হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্মার্ট টেকনোলজিস।

অনুষ্ঠানে গিগাবাইটের এশিয়া প্রশান্ত অঞ্চলের ঊর্ধ্বতন উপব্যবস্থাপক এলান সু বলেন, নতুন মাদারবোর্ডগুলোয় ডিডিআর ৪ ও ডিডিআর ৫ র‍্যাম ব্যবহার করা যাবে। ১৬ হাজার থেকে ২৬ হাজার টাকার মধ্যে কেনা যাবে মাদারবোর্ডগুলো।

গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, নতুন মডেলের গ্রাফিকস কার্ডগুলোয় উইন্ডফোর্স কুলিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ব্লেড ফ্যানের পাশাপাশি জিপিউইতে বড় বাষ্প চেম্বারসহ কম্পোজিট কপার হিট পাইপও রয়েছে গ্রাফিকস কার্ডগুলোয়।

অনুষ্ঠানে জানানো হয়, আরটিএক্স ৪০৭০ টিআই সিরিজের বিভিন্ন মডেলের গ্রাফিকস কার্ডগুলোর দাম ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৩৬ হাজার টাকা।

 

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের পরিচালক জাফর আহমেদ, মুজাহিদ আল বেরুনীসহ প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সহযোগীরা উপস্থিত ছিলেন।

The post বাজারে নতুন গ্রাফিকস কার্ড ও মাদারবোর্ড appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments