নতুন আইফোন মানেই প্রযুক্তি বাজারে উন্মাদনা। আইফোনপ্রেমীরা একটি সিরিজ লঞ্চ হওয়ার পরই মুখিয়ে থাকে নতুন ফোনের জন্য। অ্যাপল গ্রাহকদের হতাশ করেন না কখনোই। একের পর এক ডিভাইস নিয়ে হাজির হচ্ছে সংস্থাটি। এবার আইফোনপ্রেমীদের জন্য আসছে উজ্জ্বল হলুদ রঙের আইফোন।
আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস-এই দুই ফোন লঞ্চ হয়েছে গতবছর সেপ্টেম্বর মাসে। অ্যাপেলের এ১৫ বায়োনিক চিপসেট রয়েছে এই দুই ফোনে।
সম্প্রতি শোনা যাচ্ছে, অ্যাপেল আইফোন ১৪ সিরিজের এই দুই মডেল নতুন একটি রঙে লঞ্চ হতে চলেছে। এবার হলুদ রঙের শেডে এই দুই আইফোন মডেল লঞ্চ হবে। যদিও অ্যাপেল কর্তৃপক্ষ নিশ্চিত ভাবে এখনো কিছু ঘোষণা করেনি।
The post আসছে হলুদ রঙের আইফোন appeared first on Techzoom.TV.

0 Comments