আসছে পোকো এফ-ফাইভ প্রো

পোকো এফ-সিরিজ নিয়ে অনেক হাইপ তৈরি হয়েছে। স্মার্টফোন সেগমেন্টের মধ্যে এখন এটিকে কেন্দ্র করেই বেশি হাইপ তৈরি হচ্ছে। পোকো এফ-ফাইভ ও পোকো এফ-ফাইভ প্রো হ্যান্ডসেট নিয়ে অনেক প্রত্যাশা তৈরি হয়েছে।

পোকো এফ-ফাইভ ৫জি হ্যান্ডসেট এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন টু ৬ এপ্রিলে লঞ্চ করবে। ডিভাইসটি রেডমি নোট ১২ টার্বো এর একটি সংস্করণ হবে।

পোকো এফ-ফাইভ এর রিলিজ হবে শীঘ্রই ভারতে ও গ্লোবাল মার্কেটে। প্রতিবেদনে ভারতের নাম উল্লেখ করা হয়েছে। পোকো এফ-ফাইভ ডিভাইসে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। স্ক্রিনে ৬.৬৭ ইঞ্চির এমোলেড প্যানেল এর স্ক্রিন থাকবে।

ফোনটিতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হবে। ৫৫০০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করা হবে। ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারও আপনি মোবাইলের সাথে পেয়ে যাবেন।

এ ফোনে ৫০ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ২ মেগাপিক্সেল ম্যাক্রো বা ডেপথ সেন্সর থাকবে কিনা সেটা নিশ্চিত নয়।

এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে স্মার্টফোনটি পরিচালিত হবে। আপনি এখানে MIUI 14 ইউজার এক্সপেরিয়েন্স সিস্টেম ব্যবহার করতে পারবেন।

অন্যদিকে পোকো এফ-ফাইভ প্রো স্মার্টফোনটির রেজুলেশন হতে পারে ৩২০০*১৪৪০ পিক্সেল। ৬.৬৭ ইঞ্চির ওএলইডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হবে। স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান চিপসেট এ ফোনে ব্যবহার করা হবে। ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টার্নাল স্টোরেজ ব্যবহার করা হবে এখানে।

এফ-ফাইভ প্রোতে ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এখানে ব্যবহার করা হবে। ৫৫০০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করা হবে। ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারও আপনি মোবাইলের সাথে পেয়ে যাবেন।

The post আসছে পোকো এফ-ফাইভ প্রো appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments