এই প্রথম ১৬ জিবি র্যামের ফোন আনল ইনফিনিক্স। হ্যান্ডসেটটির মডেল ইনফিনিক্স হট ৩০ আই। এই ডিভাইসটি আ৮ জিবি র্যাম ভার্সনেও পাওয়া যাবে। কম দাম হওয়া সত্ত্বেও ফোনটিতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। হট সিরিজের নতুন হ্যান্ডসেটটিতে মিডিয়াটেক হেলিও জি৩৭ মডেলের প্রসেসর দেওয়া হয়েছে।
ইনফিনিক্স হট ৩০আই মডেলের ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে। এর সঙ্গে এলইডি ফ্ল্যাশসহ বাজারে এসেছে।স্মার্টফোনটিতে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। এই ডিসপ্লের টাচ সুরক্ষার জন্য পান্ডা গ্লাস প্রটেকশন দেওয়া হয়েছে। নতুন হট সিরিজের স্মার্টফোনটিতে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর রয়েছে। ফোনটি চলবে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ভার্সনে।
The post ইনফিনিক্স আনল ১৬ জিবি র্যামের ফোন appeared first on Techzoom.TV.
0 Comments