ওয়ানপ্লাসের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরার নতুন ফোন আনল। মডেল ওয়ানপ্লাস নর্ড এসই ৩ লাইট। এই ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে।

এই ফোনে পরিষ্কার, রঙিন এবং উজ্জ্বল ছবি উঠবে বলে দাবি করছে ওয়ানপ্লাস।

ওয়ানপ্লাসের নতুন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকছে। এই ক্যামেরা সেন্সরে আবার থ্রিএস লসলেস জুম ফিচার রয়েছে। গতবছর লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড সিই টু লাইট ফোন। তারই সাকসেসর হিসেবে এবার লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোন।

শুধু ক্যামেরা ফিচার নয় ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের ব্যাটারি এবং চার্জিং ফিচারের ব্যাপারেও ঘোষণা করেছে ওয়ানপ্লাস সংস্থা। এই ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৬৭ ওয়াটের সুপারভোগ ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। ফোনের রেয়ার প্যানেলে ক্যামেরা মডিউলে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। প্যাস্টেল লাইম এবং ক্রোম্যাটিক গ্রে রঙে লঞ্চ হবে এই ফোন।

এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। এছাড়াও থাকছে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর।

The post ওয়ানপ্লাসের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments