১৭ বছর পর বদলে গেল টুইটারের লোগো। নীল রঙের পাখির সেই লোগো বদলে দিয়েছেন টুইটার প্রধান ইলন মাস্ক। পাখির পরিবর্তে ডগি’র ছবি এনেছেন তিনি।
টুইটারের নতুন লোগোতে যে ডগির মিম ব্যবহার করা হয়েছে তা আসলে ডগিকয়েন নামে এক ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানের লোগো। যা ২০১৩ সালে ওই প্রতিষ্ঠান ‘ঠাট্টা’ হিসেবে তৈরি করেছিল।
টুইটারের এই নতুন লোগোর ছবি নিয়ে টুইট করেছেন ইলন মাস্ক। যেখানে দেখা যাচ্ছে, টুইটারের পরিচয়পত্র পরীক্ষা করছেন এক পুলিশকর্মী। কিন্তু সেখানে নীল পাখির ছবি দেখে চিনতে পারছেন না। তার ভুল ভাঙিয়ে দিয়ে টুইটারের নতুন লোগো বলছে, ‘ওটা আসলে পুরনো ছবি।’
এর সঙ্গে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন মাস্ক। এক ব্যবহারকারীর সঙ্গে টুইটারের লোগো বদল নিয়ে কথা বলেছিলেন তিনি। সেই ছবিও তুলে ধরেছেন টুইটার কর্তা।
গত বছরের অক্টোবরের ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কেনার পর একাধিক পরিবর্তন করেছেন মাস্ক। এর মধ্যে কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছে। এখন দেখার বিষয়- এই লোগো পরিবর্তনের সিদ্ধান্ত কীভাবে নেন নেটিজেনরা।
The post বদলে গেল টুইটারের লোগো appeared first on Techzoom.TV.

0 Comments