ক্যামেরা ও স্মার্টফোন উৎপাদনকারীদের মধ্যে চুক্তি স্থাপন নতুন কিছু নয়। কয়েক বছরে অনেক ক্যামেরা উৎপাদনকারী প্রতিষ্ঠান স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে যুক্ত হয়েছে। এর মধ্যে হ্যাসেলব্লাড, জেইস ও লেইকাও রয়েছে। এতদিন পর্যন্ত ক্যাননের কোনো নাম ছিল না। তবে বর্তমানে বিখ্যাত এ কোম্পানিও স্মার্টফোন উৎপাদনকারীদের সঙ্গে কাজ করার চেষ্টা করছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে ভবিষ্যতে হয়তো স্মার্টফোনের ক্যামেরায় ক্যাননের নাম দেখা যাবে। তবে কোন স্মার্টফোন উৎপাদনকারীর সঙ্গে ক্যানন কাজ করবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, ভিভো, অপো, ওয়ানপ্লাস ও শাওমির সঙ্গে ক্যাননের যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
The post স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে কাজ করবে ক্যানন appeared first on Techzoom.TV.
0 Comments