নকিয়া সি৩২: কম দামের স্মার্টফোন

সাশ্রয়ী দামে নতুন ফোন আনল নকিয়া। মডেল নকিয়া সি ৩২। এই ফোন দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। সম্প্রতি চীনের বাজারে ফোনটি এসেছে। তিনটি রঙে পাওয়া যাবে নকিয়ার নতুন এই হ্যান্ডসেট।

নকিয়া সি৩২ একটি বাজেট ফ্রেন্ডলি ডিভাইস। এ বছর ফেব্রুয়ারি মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের সময়ে এই ফোন প্রকাশ্যে এসেছিল।

নকিয়ার নতুন এই হ্যান্ডসেটে রয়েছে ইউনিসক এসসি৯৮৬৩এ চিপসেট। যা এন্ট্রি লেভেলের ফোনে দেখা যায়। অ্যানড্রয়েড ১৩ আউট অব দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে ফোনটি। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকছে নতুন নকিয়া ফোনে।

নকিয়া সি৩২ মডেলটির প্রথম ভার্সন পাওয়া যাবে ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমে। এছাড়াও আরেকটি ভার্সন পাওয়া যাবে ৪ জিবি র‌্যমা ও ১২৮ জিবি রমে। উভয় ভার্সনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যাবে। এই ফোনে থাকছে ৬.৫ ইঞ্চির এইচডি এলসিডি ডিসপ্লে। ডুয়াল সিম সাপোর্ট করবে ফোনটিতে।

নকিয়া সি৩২ ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশও রয়েছে। ফোনটির দাম ১২ হাজার টাকা থেকে শুরু।

The post নকিয়া সি৩২: কম দামের স্মার্টফোন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments