এলজি ইলেকট্রনিকস সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় ওএলইডি প্রযুক্তির টিভি ‘স্ট্যান্ডবাইমি গো’ বিক্রির জন্য প্রি-অর্ডার নেয়া শুরু করে।
নির্মাতাটি জানিয়েছে, নতুন পোর্টেবল টাচস্ক্রিন প্রযুক্তির টিভিটি দর্শককে ক্যাম্পিং বা বাইরে বেড়ানোর সময় বিনোদন উপভোগ করার সুযোগ দেয়।
এলজি জানিয়েছে, প্রি-অর্ডার শুরুর মাত্র ১০ মিনিটে প্রথম ব্যাচের সব ডিভাইস বিক্রি হয়ে গেছে। এর দাম নির্ধারিত হয়েছে ১১ লাখ ৭০ হাজার কোরিয়ান ওন বা ৮৯৬ ডলার।
The post এলজির স্ট্যান্ডবাইমি গো প্রি-অর্ডারে বিক্রি appeared first on Techzoom.TV.
0 Comments