নতন দই ফলডবল সলফন আনছ মটরল

ফোল্ডেবল সেলফোন হিসেবে আগে মটোরোলার ডিভাইস ছিল সবার পছন্দের শীর্ষে। বর্তমানে স্যামসাং, শাওমি, ওয়ানপ্লাসের মতো কোম্পানি ফোল্ডেবল ডিভাইস বাজারে এনেছে। ভালো জনপ্রিয়তাও পেয়েছে। এবার এ ক্যাটাগরিতে নতুন দুটি ডিভাইস বাজারজাত করতে যাচ্ছে মটোরোলা। খবর গ্যাজেটসথ্রিসিক্সটি।

মটোরোলা তাদের রেজর ৪০ সিরিজের ফোল্ডেবল আনছে ভারতের বাজারে। এ তালিকায় মটোরোলা রেজর ৪০ আলট্রা, যা রেজর প্লাস নামেও পরিচিত এবং মটোরোলা রেজর ৪০, যা রেজর নামে পরিচিত—এ দুই ফোন রয়েছে। ২২ জুন দুটি ফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

মটোরোলা রেজর ৪০ আল্ট্রা স্মার্টফোন রেজর-সিরিজের অন্যান্য হ্যান্ডসেটের মতোই ক্ল্যামশেল ফোল্ডিং ডিজাইনে আসবে। তবে নতুন ফোনটির ব্যাক প্যানেলে একটি বড় আকারের কভার ডিসপ্লে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

The post নতুন দুই ফোল্ডেবল সেলফোন আনছে মটোরোলা appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments