অপো রেনো ১০: ফোনের ক্যামেরায় টেলিফটো লেন্স

রেনো সিরিজের নতুন আনল অপো। মডেল রেনো ১০ ৫জি সিরিজ। এই ফোনের ক্যামেরায় থাকছে টেলিফটো লেন্স।

আপকামিং রেনো ১০ সিরিজে অন্তত তিনটি ফোন আনবে অপো। এগুলো হলো অপো রেনো ১০, রেনো ১০ প্রো এবং রেনো ১০ প্রো প্লাস।
এই সিরিজের সব মডেলেই টেলিফটো লেন্স থাকলেও কেবলমাত্র রেনো ১০ প্রো প্লাস মডেলেই এই ক্যামেরা ফিচার থাকবে।

এই তিনটি ফোন চীনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এবার আসছে অন্যান্য দেশেও। তবে চীনের ভার্সনগুলোর সঙ্গে অন্যান্য দেশের ভার্সনে কনফিগারেশন আলাদা থাকবে।

অপো রেনো ১০ ফোনের বিদেশে ভার্সনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের চীনের ভ্যারিয়েন্ট রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। চিপসেটের পাশাপাশি চিনের মডেলের তুলনায় বিদেশি ভ্যারিয়েন্টের ডিজাইন এবং ক্যামেরা ফিচারও সামান্য আলাদা হতে পারে।

অপো রেনো ১০ এবং রেনো ১০ প্রো এই দুই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। অপো রেনো ১০ প্রো মডেলের চীনের ভ্যারিয়েন্টে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর।

রেনো ১০ প্রো প্লাস প্রিমিয়াম মডেলে চীনের ভ্যারিয়েন্টের মতো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকতে পারে।

The post অপো রেনো ১০: ফোনের ক্যামেরায় টেলিফটো লেন্স appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments