-এর আগ পরবরত টনসর চপ আসছ ন

টেনসর চিপনির্ভর পিক্সেল বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজারে শীর্ষে রয়েছে। পিক্সেল ৭ সিরিজও বাজারে চলে এসেছে। তবে পরবর্তী প্রজন্মের চিপসহ ডিভাইস বাজারজাতে গুগলকে ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গুগল চতুর্থ প্রজন্মের টেনসর চিপ তৈরি সময়সীমা এড়িয়ে গেছে। যে কারণে নির্ধারিত সময় পর্যন্ত কোম্পানিটিকে স্যামসাংয়ের সেমিমডিফায়েড এক্সিনস চিপ ব্যবহার করতে হবে। ২০২৪ সালে রেডঅন্ডো নামে নতুন টেনসর চিপ উন্মোচনের কথা ছিল। তবে সমস্যার কারণে ২০২৫ সালের আগে এটি বাজারে আসবে না বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

 

প্রাপ্ত তথ্যানুযায়ী, বর্তমানে অনেক পিক্সেল ফোন স্যামসাংয়ের সেমিমডিফায়েড এক্সিনস চিপ ব্যবহার করে গুগল। ২০২৪ সালের মধ্যে এ চিপ ব্যবহার বন্ধ করতে চাইছিল কোম্পানিটি। এজন্য রেডঅন্ডো চিপ তৈরির উদ্যোগও নেয়া হয়। কিছু ত্রুটির কারণে নির্ধারিত সময়ে চিপটি আনা যাচ্ছে না, তাই গুগলও এর উন্মোচন এক বছর পিছিয়ে দিয়েছে।

গুগল বর্তমানে রেডঅন্ডো চিপের উন্নয়ন কার্যক্রম স্থগিত রাখবে। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রমের জন্য লাগুনা চিপ তৈরিতে কাজ করবে বলে জানা গেছে। গুগলের নির্বাহী জানান, কোম্পানিটির যুক্তরাষ্ট্র ও ভারতীয় দলের কারণে এ সমস্যা তৈরি হয়েছে।

ভার্জের তথ্যানুযায়ী, গুগল এখন স্যামসাংয়ের সেমিকাস্টোমাইড চিপ ব্যবহার করলেও খুব বেশিদিন এর সঙ্গে যুক্ত থাকবে না। অন্যদিকে ৩ ন্যানোমিটারের চিপের জন্য টিএসএমসির সঙ্গে চুক্তি সম্পাদনে এ প্রযুক্তি জায়ান্ট কাজ করছে বলেও জানা গেছে।

The post ২০২৫-এর আগে পরবর্তী টেনসর চিপ আসছে না appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments