সলফনর জপএস বযবহর ক কষতকর

ভ্রমণের ক্ষেত্রে, কোনো জায়গা খুঁজে পেতে ম্যাপ ব্যবহার করতে হয়। আর ম্যাপে অবস্থান জানার জন্য বা জানাতে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) গুরুত্বপূর্ণ। প্রয়োজনে বা অপ্রয়োজনে অনেক সময় সেলফোনের জিপিএস চালু থাকে, যা ব্যবহারকারীর জন্য ক্ষতিকর। এর মাধ্যমে সাইবার হামলা থেকে শুরু করে সরাসরি আক্রমণ বা অপকর্ম সাধনের মতো ঘটনাও ঘটে।

প্রথমেই রয়েছে হ্যাকারদের নজরে পড়ার শঙ্কা। জিপিএস চালু থাকলে ব্যবহারকারীর অবস্থান সম্পর্কে জানা যায়। পাশাপাশি এর মাধ্যমে ডিভাইসে প্রবেশ করে সব ধরনের তথ্য হাতিয়ে নেয়ার পাশাপাশি ভুয়া লেনদেন কার্যক্রমও পরিচালনা করা সম্ভব, যা নিরাপত্তা ঝুঁকির অন্যতম ক্ষেত্র।

 

দ্বিতীয়ত, জিপিএস ব্যবহার ব্যয়বহুলও হয়ে ওঠে। কেননা বাসার বাইরে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ম্যাপে কোনো কিছুর সন্ধান করা লাগে। সে সময় জিপিএস চালু করে অবস্থান নির্ণয় করতে হয়। দীর্ঘ সময় ব্যবহারের কারণে ইন্টারনেট ও অর্থ ব্যয় হয়। ইন্টারনেট না থাকলে অবস্থান বা জায়গা সন্ধান করা কষ্টসাধ্য হয়ে পড়ে। প্রয়োজন ছাড়া জিপিএস চালু রাখলে তা সেলফোনের ব্যাটারির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। দ্রুত ডিভাইসের চার্জ শেষ হয়ে যায়। তাই অপ্রয়োজনে ডিভাইসে জিপিএস চালু না রাখার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা।

The post সেলফোনের জিপিএস ব্যবহার কি ক্ষতিকর appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments