ফোল্ডেবলের বাজারে আসছে ওয়ানপ্লাস

ফোল্ডেবল ডিভাইস বাজারজাতের দিক থেকে স্যামসাং, শাওমি, গুগল, মটোরোলাসহ বিভিন্ন কোম্পানি এরই মধ্যে এগিয়ে। এবার এ খাতে প্রবেশ করতে যাচ্ছে ওয়ানপ্লাস। প্রতিনিয়ত এ কোম্পানির সেলফোনের চাহিদা ও জনপ্রিয়তা বাড়ছে। সেটি ধরে রাখতে নতুন এ সংযোজনে কাজ করছে কোম্পানিটি।

ফ্যাশনেবল এ সেলফোনের শখ কম বেশি সবারই আছে। চীনা সংস্থা ওয়ানপ্লাস এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এবার আরো চমক নিয়ে আসছে সংস্থাটি। আগামী মাসেই তাদের প্রথম ফোল্ডেবল ডিভাইস বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।ৃ

ওয়ানপ্লাসের ফোল্ডিং ফোনে একটি নোটবুকের মতো ফর্ম ফ্যাক্টর থাকবে বলে আশা করা হচ্ছে, যা অনেকটাই গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গুগল পিক্সেল ফোল্ডের মতো। ওয়ানপ্লাস ভি ফোল্ডে ১২০ হার্টজের রিফ্রেশ রেট, একটি ৬ দশমিক ৩ ইঞ্চির অ্যামোলেড ফুলএইচডিপ্লাস কভার ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।

১৬ জিবি র‍্যামের সঙ্গে এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এতে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড সেন্সর ও একটি ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ডিভাইসটিতে সেলফি ও ভিডিও কলের জন্য একটি ২০ মেগাপিক্সেলে ও একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকতে পারে। ব্যাটারি ব্যাকআপের জন্য ৪ হাজার ৮০৫ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিসহ বাজারে আসতে পারে। এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সুবিধাও থাকতে পারে বলে জানা গেছে।

The post ফোল্ডেবলের বাজারে আসছে ওয়ানপ্লাস appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments