সযমস সশরয় দমর ফন আনছ

দক্ষিণ কোরিয়ার স্যামসাং নতুন ফোন আনছে। মডেল গ্যালাক্সি এম৩৪। এই ফোনের চমক ব্যাটারিতে। হ্যান্ডসেটটি একবার চার্জ দিলে টানা দুই দিন চলবে।

এটি একটি বাজেট স্মার্টফোন। এতে দেওয়া হয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি।

গ্যালাক্সি এম৩৪ ফোনটিতে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ১২০ হার্জের রিফ্রেশ রেট পাবেন। ডিসপ্লেতে অ্যামোলিড প্যানেল দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। এই মোবাইল ফোনে এক্সিনোস ১২৮০ চিপসেটের সাপোর্ট পাওয়া যাবে। কোম্পানিটি ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি ১০৮০ চিপসেট ব্যবহার করেছে।

আপনি এটি তিনটি রঙে কিনতে পারবেন, যার মধ্যে রয়েছে মিডনাইট ব্লু, ওয়াটারফল ব্লু এবং প্রিজম সিলভার।

ফোনটির বাজারে আসলে এর দাম হবে ৩০ হাজার টাকার মধ্যে।

The post স্যামসাং সাশ্রয়ী দামের ফোন আনছে appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments