চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটারের মালিকানা হাতে পাওয়ার পর একের পর এক বদলে এনেছেন ইলোন মাস্ক। এই প্রক্রিয়ায় টেসলা বসের আপাত সর্বশেষ চমক হলো লোগো পরিবর্তন। এমনকি পুরোপুরি বদলে যেতে পারে টুইটার।
এই খ্যাপাটে উদ্যোক্তা জানালেন, শিগগিরই মাইক্রোব্লগিং প্লাটফর্মটির লোগো বদলে যাচ্ছে। টুইটারের লোগো থেকে উড়ে যাবে আইকনিক পাখির ছবি।
আজ রোববার (২৩ জুলাই) দিনের শুরুতে টুইট বার্তা এই ধনকুবের জানান, রাতে তার কোম্পানি এক্সের লোগো পোস্ট করবেন। পরদিন লাইভে আসবেন তিনি। তখনই বিস্তারিত জানাবেন।
সঙ্গে বলেন, শিগগিরই টুইটার ব্রান্ড ও ধীরে ধীরে ‘সব পাখিকে’ বিদায় জানাব। এর মাধ্যমে টুইটারের প্রচলিত লোগো বদলে ঘোষণা দেন মাস্ক।
গত এপ্রিলে এক্স করপোরেশনের সঙ্গে টুইটারের একীভূতকরণের ইঙ্গিত দেন ইলোন মাস্ক। বলেছিলেন, এক্সকে চীনের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং পরিষেবা উইচ্যাটের মতো তৈরি করতে চান। এক অ্যাপে সব ধরনের সেবা যোগ করতে চান তিনি।
২০১১ সালে উন্মোচন হওয়া সুপার-অ্যাপ উইচ্যাট তাৎক্ষণিত বার্তা ও লেনদেনের অ্যাপ্লিকেশন হিসেবে জনপ্রিয়। বর্তমানে এর ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির বেশি।
The post টুইটারের লোগো থেকে বাদ পড়ছে পাখি appeared first on Techzoom.TV.
0 Comments