দ্রুতগতির জিডিডিআর৭ র‌্যাম এনেছে স্যামসাং

নতুন জিডিডিআর৭ র‌্যাম উন্মোচন করেছে স্যামসাং। গতি ও সক্ষমতার দিক থেকে আগের সংস্করণের চেয়ে দারুণভাবে এগিয়ে এ র‌্যাম। জিএসএম অ্যারেনার এক প্রতিবেদনে জানা যায়, পার পিন ৩২ জিবিপিএস গতিতে ডেটা সরবরাহে সক্ষম জিডিডিআর৭, যা কিনা ১ দশমিক ৫ টিবিপিএস পর্যন্ত উঠতে পারে। আগের জিডিডিআর৬ ১ দশমিক ১ টিবিপিএস পর্যন্ত উঠতে পারে।

নতুনটি এর তুলনায় ৪০ শতাংশ দ্রুতগতির। স্যামসাংয়ের মতে, নতুন প্রজন্মের গ্র্যাফিকসের ক্ষেত্রে এ র‌্যাম এগিয়ে থাকবে। এআই, এইচপিসি ও স্বচালিত যানবাহনের অ্যাপ্লিকেশনের ক্ষমতাকে আরো বাড়িয়ে দিতে কাজ করবে।

বর্ধিত গতি নতুন জিডিডিআর৭ র‌্যামকে দিয়েছে থ্রি-লেভেল পালস অ্যামপ্লিচুড মডুলেশনের (পিএএমথ্রি) মতো হাল প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেয়ার সক্ষমতা। ইউএসবি৪ ও থান্ডারবল্ট ৫-এর মতো যন্ত্রাংশের সঙ্গেও ব্যবহার করা যাবে। এনভিডিয়ার বিভিন্ন সংস্করণের সঙ্গে জিডিডিআর৬এক্সের চেয়ে কম শক্তি ব্যবহারে কাজ করবে। সব মিলিয়ে ২০ শতাংশের মতো শক্তি সাশ্রয়ী জিডিডিআর৭।

The post দ্রুতগতির জিডিডিআর৭ র‌্যাম এনেছে স্যামসাং appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments