নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করল

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের তরফে জারি হল কড়া নির্দেশিকা। ভারতের গ্রাহকদের জন্য পাসওয়ার্ড শেয়ারিং ফিচার বন্ধ করতে চলেছে কোম্পানি। এই মর্মে ইউজারদের ই-মেইল পাঠানো শুরু করেছে নেটফ্লিক্স। কোম্পানি জানাল, পাসওয়ার্ড কেবল একটি পরিবারের মধ্যেই সীমিত রাখতে হবে।

আজ থেকেই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে ইউজারদের উদ্দেশ্যে বার্তা পাঠানো শুরু করল এই ওটিটি প্ল্যাটফর্ম। ইউজারদের নথিভুক্ত ইমেইল আইডিতে পাসওয়ার্ড শেয়ারিং সংক্রান্ত নতুন পলিসি পাঠানো শুরু করেছে নেটফ্লিক্স।

এই স্ট্রিমিং কোম্পানি আরও জানিয়েছে, একটি নেটফ্লিক্স অ্যাকাউন্ট একটি পরিবারের মধ্যেই রাখতে হবে। সেই পরিবারের প্রত্যেকে যেখানেই থাকুন না কেন যেমন বাড়িতে, ছুটির দিনে বা অন্য কোথাও নেটফ্লিক্স ব্যবহার করতে পারবেন, প্রোফাইল ট্রান্সফার ও ডিভাইসগুলো পরিচালানো করার মতো নতুন সুবিধা ভোগ করতে পারবেন।

এর আগেই পাসওয়ার্ড শেয়ারিং বিষয়ে নয়া নিয়ম জারি করেছিল নেটফ্লিক্স। লাতিন আমেরিকার বহু দেশে পাসওয়ার্ড শেয়ারিং রুখতে অতিরিক্ত চার্জের কথা জানায় কোম্পানিটি। গত মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মেক্সিকো, ব্রাজিলসহ ১০০টি দেশে এই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করে নেটফ্লিক্স।

পাসওয়ার্ড শেয়ারিং রুখতে কোম্পানি জানায়, যারা অতিরিক্ত সদস্য যোগ করতে চান তাড়া বাড়তি টাকা খরচ করতে পারেন। এই টাকা রাখা হয়েছে মাসিক ৮ ডলার। এই বাড়তি চার্জ দিয়ে নেটফ্লিক্সে নির্বিঘ্নে স্ট্রিমিং উপভোগ করা যাবে।

The post নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করল appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments