ভিশন প্রোর ডেভেলপার কিট আনছে অ্যাপল

ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ভিশন প্রো কে জনপ্রিয় করে তোলার জন্য আকর্ষণীয় সফটওয়্যারের প্রয়োজন। আর সফটওয়্যার তৈরিতে ডেভেলপারদের হার্ডওয়্যার সরবরাহ করতে হবে। সেদিক লক্ষ্য রেখে ভিশন প্রো ডেভেলপার কিট তৈরিতে কাজ করছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট।

যদি কেউ আবেদনের মাধ্যমে অনুমতি পেয়ে থাকে তাহলে অ্যাপল মিক্সড রিয়েলিটি হেডসেট, এক্সপার্ট চেক ইন ও অতিরিক্ত সাপোর্ট রিকোয়েস্ট সরবরাহ করবে। তবে চাইলেই যে কেউ যুক্ত হতে পারবে না। ডেভেলপার হিসেবে অ্যাপ সম্পর্কে বিস্তুারিত জানাতে হবে।

The post ভিশন প্রোর ডেভেলপার কিট আনছে অ্যাপল appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments