ওয়ানপ্লাস আনল নেকব্যান্ড, দাম দুই হাজার

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস ওয়্যারলেস নেকব্যান্ড আনল। চমৎকার ডিজাইনের এই হেডফোন সাশ্রয়ী দামে পাওয়া যাবে। মডেল ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস জেড২।

ডিভাইসটিতে দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। এতে অটোমেটিক নয়েজ ক্যান্সেলেশন রয়েছে। এটি ব্যাকগ্রাউন্ডের শব্দ কমাতে সাহায্য় করে। এছাড়াও এই নতুন নেকব্যান্ডে ১২.৪ মিলিমিটার ড্রাইভার দেওয়া হয়েছে।

ওয়ানপ্লাসের নতুন এই গ্যাজেটে ব্লুটুথ ৫.২ ভার্সন ব্যবহৃত হয়েছে। এছাড়াও এতে কম লেটেন্সি ডুয়াল ট্রান্সমিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে কুইক সুইচিং ফিচার দেওয়া হয়েছে।

এখানেই শেষ নয়, এতে ৩ মাইকসহ এআই কল নয়েজ ক্যান্সেলেশনও রয়েছে। এই নেকব্যান্ডে পানি এবং ঘাম লাগলেও কিছু হবে না।

ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস জেড২ হেডফোনটি আরও ব্যাটারি প্যাক অফার করা হয়েছে। এই নেকব্যান্ডটি একবার চার্জ করলেই ২০ ঘন্টা চালাতে পারবেন। আর যদি নয়েজ ক্যান্সেলেশন বন্ধ করা থাকে, তাহলে আরও বেশিক্ষণ ব্যবহার করতে পারবেন। এটি ১০ ​মিনিটের চার্জে ২০ ঘন্টা ব্যবহার করতে পারবেন।

নতুন এই হেডফোনের দাম ২২৯৯ টাকা।

The post ওয়ানপ্লাস আনল নেকব্যান্ড, দাম দুই হাজার appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments