২০২২ সালের প্রথমার্ধে কোয়ালকম বেশকিছু পণ্যের ঘোষণা দিয়েছিল। যার মধ্যে একটি ছিল স্ন্যাপড্রাগন ৭সি প্লাস জেন ৩। এন্ট্রি লেভেলের ল্যাপটপের জন্য এটি বাজারজাতের কথা ভাবা হচ্ছিল। স্ন্যাপড্রাগন ৭সি জেন ২-এর উত্তরসূরি হিসেবে এটিকে গণ্য করা হচ্ছিল। তবে সম্প্রতি প্রাপ্ত তথ্যানুযায়ী, ৭সি প্লাস জেন ৩ চিপযুক্ত ক্রোমবুক সহসাই বাজারে আসছে না।
গিজমোচায়নায় প্রকাশিত খবরে বলা হয়, ক্রোমআনবক্সড জানতে পারে যে ক্রোমবুকের জন্য স্ন্যাপড্রাগন ৭সি প্লাস জেন ৩ ডেভেলপমেন্ট বোর্ডের কার্যক্রম বাতিল করা হয়েছে। বিবৃতিতে বোর্ড জানায়, ৭সি প্লাস জেন ৩ প্রকল্পের প্রধান বেজবোর্ড হেরোব্রাইন পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে। এর মানে হচ্ছে এ প্রসেসরযুক্ত ক্রোমবুক শিগগিরই বাজারে আসার সম্ভাবনা নেই। তবে কী কারণে এ প্রকল্প বাদ দেয়া হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
স্ন্যাপড্রাগন ৭সি প্লাস জেন ৩ চিপসহ জানুয়ারি গ্যালাক্সি বুক ২ গো বাজারে আসে। ৬ ন্যানোমিটার প্রসেস নোডের মাধ্যমে চিপটি তৈরি করা হয়েছে এবং কোম্পানির দাবি ছিল এটি আগের ভার্সনের তুলনায় ৪০ শতাংশ বেশি কার্যকর এবং এর গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) সক্ষমতাও ৩৫ শতাংশ বেশি।
নতুন চিপসেটটিতে প্রতি সেকেন্ডে ২ দশমিক ৯ গিগাবাইট গতির ফাইভজি কানেক্টিভিটি, ওয়াই-ফাই ৬ ও ৬ই রয়েছে। চিপটি দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ ধরে রাখবে বলেও জানানো হয়েছিল।
তবে কোয়ালকমের পক্ষ থেকে সেভাবে চিপসংক্রান্ত কোনো বৈশিষ্ট্যের বিষয়ে জানা যায়নি।
The post স্ন্যাপড্রাগন ৭সি প্লাস জেন ৩-এর ক্রোমবুক আসছে না appeared first on Techzoom.TV.

0 Comments