মটোরোলা তার ৫জি স্মার্টফোনের পোর্টফলিওতে জি-সিরিজ এর আওতায় নতুন ফোন মটো জি৮৪ লঞ্চ করেছে। নতুন মোবাইল বাজেট রেঞ্জে ১২ জিবি র্যাম, OIS সহ ৫০মেগাপিক্সেল ক্যামেরা মতো দুর্দান্ত ফিচার অফার করা হয়েছে।
কোম্পানি ভারতে লেটেস্ট মিড-রেঞ্জ হিসেবে এই ফোন লঞ্চ করেছে। ফোনে একটি ভেগান লেদার ব্যাক প্যানেল অফার করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ফোনের দাম এবং স্পেসিফিকেশন বিষয়।
ডিসপ্লের কথা বললে, মটো জি৮৪ ফোনে ৬.৫৫-ইঞ্চি FHD+ 10-বিট ওএলইডি ডিসপ্লে অফার করা হয়েছে, যার সাথে ২৪০০×১০৮০ পিক্সেল রেজোলিউশন দেওয়া। ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর অফার করা হয়েছে, যা আপনাকে বাজেট প্রাইসে দুর্দান্ত গেমিং কোয়ালিটি এবং ফাস্ট পারফর্মেন্স অফার করবে।
র্যাম এবং স্টোরেজবাজেট প্রাইস মটো ইউজাররা পাবেন ১২ জিবি র্যাম সহ ২৫৬ জিবি বড় স্টোরেজ সাপোর্ট। ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট পাওয়া যাবে মোটো জি৮৪ ফোনে। এতে ৫০ মেগাপিক্সেলের এর অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ প্রাইমারি লেন্স এবং ৮ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
The post বাজার কাঁপাতে দুর্ধর্ষ ফিচারের স্মার্টফোন আনলো মটোরোলা appeared first on Techzoom.TV.
0 Comments