পৃথিবীর শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। দেখতে দেখতে প্রতিষ্ঠানটি ২৫ বছর পেরিয়ে ২৬ এ পা দিল। বুধবার (২৭ সেপ্টেম্বর) গুগলের ২৫তম জন্মদিন। এ উপলক্ষে গুগল বিশেষ ডুডল তৈরি করেছে।
গুগলের জন্ম যেভাবে
১৯৯৫ সালে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ল্যারি পেজ এবং সার্গি ব্রিনের হাত ধরে শুরু হয় গুগল। তারা একটি রিসার্চ প্রোজেক্ট শুরু করেন। তবে এই দুই জন ছাড়াও আরও একজন ছিলেন যিনি গুগল গড়ে তোলার পিছনে অন্যতম কারিগর হিসাবে বিবেচিত হন।
ইনি হলেন স্কট হাসান। যিনি গুগল সার্চ ইঞ্জিনের প্রোগ্রামার ছিলেন। তবে গুগল কোম্পানি হিসাবে প্রতিষ্ঠা হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন। যদিও হাল ছাড়েননি ল্যারি পেজ এবং সার্গি ব্রিন। ধীরে ধীরে ওয়ার্ল্ডওয়াইড ওয়েবের যাত্রা শুরু হয়, তৈরি হয় লিঙ্ক স্ট্রাকচার।
১৯৯৮ সালে ক্যালিফোর্নিয়া মেনলো পার্কের একটি গ্যারাজে জন্ম নেয় গুগল। ওই বছরেই ৬০ মিলিয়ন পেজ তৈরি হয় (ইনডেক্স হয়) গুগলে। সংস্থার জন্মদিন প্রথম ৭ বছর ৪ সেপ্টেম্বর তারিখে উদযাপন হলেও তারপর সেই তারিখ বদলে ২৭ সেপ্টেম্বর করা হয়।
গুগলের ২৫ তম জন্মদিন আজ
২৫তম বর্ষপূর্তি উপলক্ষে গুগল তাদের ব্লগে জানায়, আজ ডুডল গুগলের ২৫তম বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে। ১৯৯৮ সাল থেকে থেকে অনেক পরিবর্তন হয়েছে। এমনকি আজ যে ডুডল দেখছেন তার লোগোও বদলেছে। কিন্তু লক্ষ্য একই রয়ে গেছে।
গুগল বলছে, আমাদের লক্ষ্য বিশ্বের তথ্য সংগঠিত করা এবং সেটি সার্বজনীন ভাবে উপযোগী করে তোলা। বিগত ২৫ বছর ধরে আমাদের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য আপানাদের ধন্যবাদ। ভবিষ্যৎ আমাদের কোথায় নিয়ে যায় তা দেখার অপেক্ষায় রয়েছি।
গুগোল থেকে গুগল
গুগল সার্চ ইঞ্জিনের শুরুতে নাম রাখা হয়েছিল গুগোল (googol)। কিন্তু কোম্পানি নিবন্ধনের সময় বানান ভুল হওয়ার কারণে এর নাম গুগল (Google) হয়ে যায়।
বিশেষ দিনে গুগল ডুডল
অনেকের মনে প্রশ্ন উঠতে পারে গুগল শব্দটি ঠিক আছে। কিন্তু তার সঙ্গে ডুডল শব্দটি কেন যোগ হল? এই শব্দের মাহাত্ম্য কী? গুগলের তথ্য অনুযায়ী, ডুডল হল মজাদার এবং চমকপ্রদ একটি প্রোগ্রাম যার মাধ্যমে বিভিন্ন ছুটির দিন, বার্ষিকী, বিখ্যাত শিল্পী এবং বিজ্ঞানীদের জীবন উদযাপন করার জন্য গুগলে লোগো পরিবর্তন করা হয়। ১৯৯৮ সালে প্রথম গুগল ডুডল প্রকাশ করা হয়েছিল। এটি ছিল নেভাডার ব্ল্যাক রক সিটিতে দীর্ঘদিন ধরে চলা বার্নিং ম্যান ইভেন্ট।
The post বানানের ভুলে গুগলের জন্ম appeared first on Techzoom.TV.
0 Comments