যারা সাশ্রয়ী দামে স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য সুখবর। ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান আইটেল আনছে কম দামের স্মার্টফোন। যার মডেল আইটেল পি৫৫। এটি একটি ৫জি ফোন হলেও এর দাম হবে ১০ হাজার টাকারও কম।
আইটেল দাবি করছে এটাই বিশ্বের কম দামি ৫জি ফোন। এই ফোন চলতি সেপ্টেম্বর মাসেই বাজারে আসবে।
আইটেল এর আগে দুইটি মডেলের ফোন এনে বাজারে শোরগোল ফেলেছিল। কেননা, এগুলো ছিল সাশ্রয়ী দামের। এই ফোন দুইটি ছিল আইটেল এ৬০এস এবং আইটেল পি৪০ মডেল। এগুলোর দাম ছিল ভারতে সাড়ে ছয় হাজার এবং ৮ হাজার রুপি।
আইটেল বরাবরই সাশ্রয়ী দামের ফোন তৈরি করে।
The post ১০ হাজার টাকারও কমে স্মার্টফোন appeared first on Techzoom.TV.
0 Comments