মঙ্গলবার ১২ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে নতুন আইফোন সিরিজ। এই সিরিজে আইফোন ১৫ মডেল ছাড়াও আরও তিনটি মডেল কেনা যাবে। পরবর্তী প্রজন্মের আইফোন সিরিজের অধীনে চারটি হ্যান্ডসেট – আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স লঞ্চ করেছে অ্যাপেল।
প্রায় ২ লাখ টাকা খরচ করলে তবেই হাতে আসবে আইফোন ১৫ প্রো ম্যাক্স স্মার্টফোন। কিন্তু বহু মানুষ জানেন না পৃথিবীর এই দুই শহর রয়েছে যেখানে ব্যাপক সস্তায় কিনতে পারবেন প্রো ম্যাক্স। এই দুই শহরের নাম হল – হংকং এবং দুবাই।
আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম হংকং ১০ হাজার ১৯৯ ডলার। অন্যদিকে দুবাইয়ের কথা যদি বলি তাহলে সেখানে আইফোন ১৫ এর দাম ১০ হাজার ডলারেরও কম। মজার তথ্য হল, কেউ যদি বিমানে চড়ে হংকং বা দুবাইয়ে যান তাহলে অনেক সস্তায় আইফোন ১৫ প্রো ম্যাক্স কিনতে পারবেন।
কোনও মানুষ যদি আইফোন কেনার জন্য দুবাই যান তাহলে কি তার খরচ কম পড়বে? এ ক্ষেত্রে দুবাইয়ের বিমান টিকিট হংকংয়ের থেকে অনেকটা সস্তা।আইফোনের ওপর গ্লোবাল ওয়ারেন্টি দিয়ে থাকে অ্যাপেল। তাই আপনি যে দেশ বা শহর থেকেই কেনেন না কেন আইফোনের উপর ওয়ারেন্টির মেয়াদ একই থাকবে।
The post যেসব দেশে গেলে সস্তায় মিলবে আইফোন ১৫ appeared first on Techzoom.TV.

0 Comments