লঞ্চিং ইভেন্টে প্রতিবারই চমক নিয়ে আসে অ্যাপল। এবারের অন্যতম চমক অ্যাপল ওয়াচ সিরিজ ৯। এই গ্যাজেট স্পর্শ ছাড়াই ফোনকল গ্রহণ বা বাতিল করা যাবে। একে ‘ডাবল ট্যাপ’ ফিচার নামকরণ করা হয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল এক প্রতিবেদনে বলছে, ঘড়ি পরে থাকা হাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর মধ্যে পর পর দুইবার দ্রুত ট্যাপ বা স্পর্শ করা হলেই ফোনকল গ্রহণ বা বাতিল হয়ে যাবে। এজন্য ঘড়িকে স্পর্শ করতে হবে না।
অ্যাপের মাধ্যমে ফিচারটির কাজ নির্ধারণ করে দেওয়া যাবে। এর মাধ্যমে টাইমার বন্ধ, অ্যালার্ম স্নুজ বা গান পস করা যাবে। বিভিন্ন রিডিংয়ের মাধ্যমে ব্যবহারকারীর ডাবল ট্যাপ ইঙ্গিত বুঝতে পারে অ্যাপল ওয়াচ।
ফিচারটি সম্পর্কে অ্যাপল এক প্রেস রিলিজে বলেছে, অ্যাপল ওয়াচ সিরিজ ৯ এর দ্রুতগতির নিউরাল ইঞ্জিনের মাধ্যমে ডাবল ট্যাপ ফিচারটি সক্রিয় হয়। নতুন মেশিন লার্নিং অ্যালগরিদমের সঙ্গে যুক্ত হয়ে ইঞ্জিনটি অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ ও অপটিকাল হার্ট সেন্সরের ডেটা প্রসেস করে। বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর ডাবল ট্যাপের সময় অ্যালগরিদমটি কবজির ক্ষুদ্র নড়াচড়া ও রক্ত প্রবাহ শনাক্ত করে।
The post অ্যাপলের ঘড়ি স্পর্শ না করেই ফোন কল ধরার সুবিধা appeared first on Techzoom.TV.

0 Comments