ডাইমেনসিটি চিপসহ আসবে রেডমি নোট ১৩ প্রো প্লাস

চীনের বাজারে চলতি মাসেই রেডমি নোট ১৩ সিরিজ উন্মোচনের ঘোষণা দিয়েছে শাওমি। এ সিরিজের ডিভাইসের মধ্যে অন্যতম একটি হচ্ছে নোট ১৩ প্রো প্লাস ফাইভজি। যেটিতে ডাইমেনসিটি ৭২০০ চিপসেট ব্যবহার করা হতে পারে।

রেডমি, স্যামসাং ও মিডিয়াটেক সম্মিলিতভাবে নোট ১৩ সিরিজ তৈরিতে কাজ করেছে বলেও কোম্পানি সূত্রে জানা গেছে। এ সিরিজে তিনটি ডিভাইস থাকার তথ্য পাওয়া গেছে। এগুলো হলো নোট ১৩, ১৩ প্রো ও ১৩ প্রো প্লাস। প্রো প্লাস ডিভাইসের বৈশিষ্ট্যসংবলিত একটি পোস্টারও প্রকাশিত হয়েছে। সেখানকার তথ্যানুযায়ী, এ ডিভাইসে ২০০ মেগাপিক্সেলের কাস্টম স্যামসাং আইএসওসেল এইচপি৩ ডিসকভারি এডিশন ক্যামেরা সেন্সর থাকবে। সে হিসেবে সেন্সরের আকার হবে ১ বা ১ দশমিক ৪ ইঞ্চি।

প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টদের দাবি, এটিই হবে স্মার্টফোন বাজারের প্রথম ২০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা। প্রতিবেদনের তথ্যানুযায়ী, নোট ১৩ প্রোতেও ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে।

রেডমির জেনারেল ম্যানেজার লু ওয়েইবিং জানান, ১৩ সিরিজের স্মার্টফোনগুলো সাশ্রয়ী মূল্যের ডিভাইস দিয়ে ছবি তোলার অভিজ্ঞতাকে পরিবর্তন করবে। ছবি তোলায় এ সক্ষমতা অর্জনে রেডমি মিডিয়াটেকের সঙ্গে কাজ করেছে। এছাড়া ডিভাইসে বায়োনিক পারসেপশন ও ফিউশন অপটিকস মডিউলের মতো শাওমির ইমেজিং প্রযুক্তি ব্যবহার করায় নোট ১৩ সিরিজ ফটোগ্রাফিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে দাবি সংশ্লিষ্টদের।

পোস্টারের তথ্যানুযায়ী, নোট ১৩ প্রো প্লাসে প্রথমবারের মতো ৪ ন্যানোমিটারের ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা চিপসেট ব্যবহার করা হবে। এটি আট কোরের একটি সিপিইউ।

The post ডাইমেনসিটি চিপসহ আসবে রেডমি নোট ১৩ প্রো প্লাস appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments