ইভি নির্মাতা নিওর প্রথম স্মার্টফোন উন্মোচন

চীনের সাংহাইতে এক অনুষ্ঠানে নিজেদের প্রথম স্মার্টফোন উন্মোচন করেছে দেশটির বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা কোম্পানি নিও। উন্মোচনের আগে ডিভাইসটি নিয়ে বিভিন্ন গুঞ্জন তৈরি হয়েছিল।

নিও ফোন একাধিক গাড়ি নিয়ন্ত্রণে সক্ষম এবং ডিভাইস অফ থাকলেও গাড়ি আনলক করা যাবে বলে দাবি কোম্পানির। এতে গাড়ির চাবি হিসেবে ব্যবহারের জন্য আলাদা বাটনও রয়েছে।

স্মার্টফোনটির বিভিন্ন ভার্সনের দাম ৮০০-১০০০ ডলারের মধ্যে।

The post ইভি নির্মাতা নিওর প্রথম স্মার্টফোন উন্মোচন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments