বর্তমান বাজারে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোনও পাওয়া যাচ্ছে। অথচ টেক জায়ান্ট অ্যাপলের আইফোন আটকে আছে সেই ১২ মেগাপিক্সেলে! কিন্তু কেন? প্রতিষ্ঠানটি মনে করে, ফোনের জন্য ১২ মেগাপিক্সেলের ক্যামেরাই যথেষ্ট।
ফোনের ক্যামেরায় মেগাপিক্সেল যত বেশি হবে ডেটার জন্য স্টোরেজ লাগবে তত বেশি। ক্যামেরা যত বেশি মেগাপিক্সেলের হবে, স্মার্টফোনের তত বেশি ডেটা প্রসেস করতে হয়। ফলে ফোন ধীরগতির হয়ে যায়, ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়। আর নাইট মোড কিংবা পোর্ট্রেট মোডে তোলা ছবি প্রসেস করতেও সময়ের প্রয়োজন হয়।
এছাড়া বেশি মেগাপিক্সেলের ছবির রেজল্যুশন বেশি হয়। এতে ছবির ফাইলের আকার বেড়ে যায়। মেমোরি কার্ডে বেশি জায়গা খরচ করে। আবার কোথাও আপলোড করার সময় ব্যান্ডউইডথও বেশি খরচ হয়। সব ফোনে অতিরিক্ত মেমোরি কার্ড যুক্ত করার সিস্টেম নাও থাকতে পারে।
তাছাড়া যত বেশি মেগাপিক্সেলেই ছবি ধারণ করা হোক না কেন, বড়জোর ৮ দশমিক ৩ মেগাপিক্সেলের ছবি বা ভিডিও দেখা যায়। আইফোনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকলেও এটি নিয়ে অভিযোগ নেই গ্রাহকের। ক্যামেরার মান ঠিক রেখেই বাজারে ছাড়া হয় আইফোন।
The post আইফোনের ক্যামেরা কেন ১২ মেগাপিক্সেল থাকে appeared first on Techzoom.TV.
0 Comments