এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান নকিয়া বাজারে নতুন ফোন এনেছে। মডেল নকিয়া জি৪২। এটি একটি ৫জি ফোন। হ্যান্ডসেটটি ভারতে বিক্রি হচ্ছে ১৭ হাজার রুপিতে। এতে মিলবে ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।
গ্রে, সো পার্পল এবং সো পিঙ্ক এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে। ১৮ অক্টোবর থেকে নকিয়ার অফিসিয়াল সাইটে ফোনটি কেনা যাবে। সঙ্গে একটি হেডফোন ফ্রি দিচ্ছে নকিয়া।
এই হ্যান্ডসেটে রয়েছে এইচডি প্লাস ডিসপ্লে এবং পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হচ্ছে একটি কোয়ালকম চিপসেটের সাহায্যে। এই নতুন মডেলের দাম ও অন্যান্য তথ্য জেনে নেওয়া যাক।
নকিয়া জি৪২ মডেলে রয়েছে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। যার রেজুলেশন ৭২০X১৬১২ পিক্সেল। এই স্ক্রিনটি ৯০ হার্জ রিফ্রেশ রেট দিতে পারে এবং ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে একটি কর্নিং গোরিলা গ্লাস ৩ দেওয়া হয়েছে।
পারফরম্যান্সের দিক থেকে এই নকিয়া ফোন চালিত হবে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসরের সাহায্যে। ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট থাকছে ফোনটির। এতে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। একটি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজ ১ টেরবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।
ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনটি চলবে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম। এই ফোনের সঙ্গে ২ বছরের ওএস আপডেট এবং ৩ বছরের সিকিওরিটি আপডেট দেওয়া হচ্ছে।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেলের। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং আর একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর।
নকিয়া জি৪২ মডেলের হ্যান্ডসেট আইপি৫২ রেটিংপ্রাপ্ত। এতে ব্যাকআপের জন্য ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। যা চার্জ দেওয়ার জন্য ২০ ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে নকিয়া।
The post নতুন ফোন আনল নকিয়া, জানুন দাম ও ফিচার appeared first on Techzoom.TV.

0 Comments