মোবাইলফোন ফোন সারাতে দিয়ে ব্ল্যাকমেলের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক তরুণী। এ ঘটনায় অভিযুক্ত মোবাইলফোন মেকানিককে গ্রেপ্তার করা হয়েছে। এমন ঘটনা ঘটেছে কুয়েতে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ওই তরুণীর ফোনে থাকা ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছ থেকে অর্থ চান অভিযুক্ত মেকানিক। পরে ভুক্তভোগী ওই তরুণী কিছু অর্থ দিলেও অভিযুক্ত ওই মেকানিক আরও অর্থ দাবি করেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী পুলিশকে জানালে অভিযুক্ত ওই মেকানিককে গ্রেপ্তার করা হয়।
কুয়েতি গণমাধ্যম জানায়, অভিযুক্ত ওই মেকানিক মিসরের নাগরিক। তাঁকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জেল খাটা সম্পন্ন হলে তাঁকে দেশে ফেরত পাঠানো হবে।
The post ব্যক্তিগত ছবি দিয়ে তরুণীকে ব্ল্যাকমেল, মোবাইলফোন মেকানিক গ্রেপ্তার appeared first on Techzoom.TV.

0 Comments